সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিল্পকলা একাডেমীর জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক

শিল্পকলা একাডেমীর জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক

Shilpokola-1নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় সোনার বাংলা গড়া সম্ভব। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের চেহারা পাল্টে যেতো। উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলতো। দেশকে পিছিয়ে রাখার জন্য দায়ী বঙ্গবন্ধুর হত্যাকারীরা। বর্তমান সরকারের ডিজিটাল অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জেলা শিল্পকলা একাডেমী কক্সবাজারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন আরো বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বলিষ্ট নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। অথচ ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে ঘাতকরা। বর্তমান তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেয়ার মাধ্যমে ভবিষ্যতের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। আর এ কাজে এদেশের শিল্পী সমাজ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে।

Shilpokila-3জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন ও কবি মানিক বৈরাগী। জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক কবি শামীম আকতার, অধ্যাপক রায়হান উদ্দিন, নৃত্যুশিল্পী মনিকা বড়ুয়া, সুলেখা বড়ুয়া, বোরহান মাহমুদ, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/