সারা দেশের মানুষের সাথে একাত্মতা করে শিশু রাজন, রাকিব ও রবিউল হত্যাসহ সকল শিশু নির্যাতন হত্যার প্রতিবাদে শিশুদের মৌন প্রতিকী অবস্থান কর্মসূচী পালন করেছে কক্সবাজার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)।
১০ আগস্ট সোমবার ১১ টায় শিশু হত্যা ও নির্যাতনের বিভিন্ন শ্লোগান ংঃড়ঢ় পযরষফ ধনঁংব, শিশু হত্যার বিচার চাই, শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন এমন অনেক পোষ্টার নিয়ে শিশুরা কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান নেই। প্রায় ৩০ মিনিট ধরে চলা অবস্থান কর্মসূচীতে শিশুরা তাদের পোষ্টার লিখনির মাধ্যমে এসব শিশু হত্যা ও নির্যাতনের গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাথে তারা এধরনের ঘটনার যাতে পুনঃরাবৃত্তি না ঘটে এবং কর্মস্থলসহ সকল স্তরে শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। এনসিটিএফ কর্তৃক আয়োজিত উক্ত মৌন প্রতিবাদ কর্মসূচিতে এনসিটিএফ, কর্মজীবী, ওর্য়াল্ড ভিশন, ককসবাজার ক্রিকেট একাডেমিসহ সকল স্তরের প্রায় শতাধিক শিশু এবং অসংখ্য সচেতন অভিভাবক অংশগ্রহন করে। খবর বিজ্ঞপ্তির
You must log in to post a comment.