সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শেখ কামালে তিনদিনের ম্যাচ ড্র ক্ষুদে টাইগার শামীমের ডাবল সেঞ্চুরি

শেখ কামালে তিনদিনের ম্যাচ ড্র ক্ষুদে টাইগার শামীমের ডাবল সেঞ্চুরি

Sportsএম.আর মাহবুব; কক্সভিউ:

সাবাশ শামীম পাটোয়ারি- সাবাশ। সফরকারী কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ-১৭ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাকিয়ে সারা বিশ্বকে জানাল দিল আসছে টাইগার শামীম। শামীম পাটোয়ারির দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতেও সফরকারী দলের বিপক্ষে তিনদিনের ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ-১৭ ক্রিকেট দল। তবে ব্যাট বলে ক্ষুদে টাইগারদের আধিপত্যের ম্যাচটি ড্র হয়েছে।

১৮ অক্টোবর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনের সকালে আগের দিনে ছয় উইকেট হারিয়ে ২৬৫ রান পুঁজি নিয়ে ব্যাটিংয়ে নামে স্বাগতিক দলের ছেলেরা। আগের দিনের ১৬১ রানে অপরাজিত ব্যাটসম্যান শামীম টেল এন্ডারদের নিয়ে রবিবার লাঞ্চের আগেই দলকে ৪০৩ রানের শক্ত ভিতে। বড় স্কোরের শেষ দিকে আউট হওয়ার আগে বা’হাতি ক্ষুদে টাইগার উইলোবাজ শামীম করেছে ২২৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস। সফরকারী সিএবি’র হয়ে রয় ছয়টি ও কৌশিক চার উইকেট দখল করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিএবি তিন উইকেট হারিয়ে দিন শেষে ১২১ রান করলে ম্যাচটি ড্র হয়। শেষ বিকেলে বাংলাদেশের হয়ে হৃদয়, মীর্যা, শামীম একটি করে উইকেট দখল করেন। ১৬ অক্টোবর শুরু হওয়া দু’প্রতিবেশী দেশের ছোট স্টারদের তিনদিনের ম্যাচটিতে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে সিএবি’র ইনিংস শেষ হয় ২৫৭ রানে। দৃষ্টিনন্দন ডাবল সেঞ্চুরির শামীম পাটোয়ারি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এদিকে দ্বিশতক হাঁকানো শামীম পাটোয়ারী তার প্রতিক্রিয়ায় জানান ডাবল সেঞ্চুরি করেছি, আমার অনেক ভাল লাগছে। আমার বাবা, মা সকলের দোয়ায় তা পেরেছি। তামিম, সাকিব ভাইদের মত জাতীয় দলে খেলতে পারার আশা করছি। ইনশাল্লাহ আমার প্রধান লক্ষ্য থাকবে জাতীয় দলে খেলা। ধারাবাহিকতা পেলে দেশের হয়ে খেলতে পারব।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/