নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
শ্রী শ্রী গীতানুগত্য বিশ্বমানবতা সংঘ শক্তি এই শ্লোগানকে ধারণ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির চকরিয়া উপজেলা সংসদ গঠিত হয়েছে। কক্সবাজার জেলার ঘোনারপাড়ার শংকর মঠ ও মিশনে জেলা সভাপতি রাজন আর্চায্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় এ কমিটি গঠিত হয়। এসময় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির চকরিয়া উপজেলা সংসদের প্রানাশিস দে কে সভাপতি ও লিটন কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য কমিটি আগামী তিনবছরের জন্য জেলা সভাপতি রাজন আর্চায্য ও সাধারণ সম্পাদক নারায়ণ দাশ এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি টিটু বসাক, কৃষ্ণ রুদ্র, সহ-সাধারণ সম্পাদক শৈবাল কান্তি পাল, সাংগঠনিক সম্পাদক সমীর দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি দে, অর্থ সম্পাদক অরুন কান্তি দে, সহ-অর্থ সম্পাদক প্রণব কান্তি পাল, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক গনেশ দে, সহ সমাজ কল্যাণ সম্পাদক সঞ্জয় দাশ, সাংস্কৃতিক সম্পাদক সজীব মল্লিক শিমু, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিন্টু কুমার রুদ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল শর্মা, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নী দে, দপ্তর সম্পাদক বিশ্বনাথ বৈষ্ণব, হিসাব নিরক্ষক নারায়ণ দাশ, নির্বাহী সদস্য স্বপ্ন মল্লিক, কাঙ্গাল জলদাশ, মিটন দে ও অরুন কৃষ্ণ নাথ (ধনঞ্জয়)।
You must be logged in to post a comment.