নিজস্ব প্রতিনিধি,চকরিয়াঃ
চকরিয়া পৌরসভার ভরামুহুরীতে শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালামের কন্যা চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব হাছিনা বেগমের দীর্ঘদিনের ভোগদখলীয় বসতভিটা জবর দখল করেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছারউদ্দিন কচিরের নেতৃত্বে।
বৃহস্পতিবার বিকেলে চকরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ অভিযোগ করেন ভুক্তভোগি হাছিনা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে হাসিনা বেগম জানান, ২০১২সালে ভরামুহুরী গ্রামের মৃত আবদুল হাকিমের পুত্র কবির আহমদের কাছ থেকে ৪৩৯৭ নং রেজিষ্টার্ড কবলামুলে ৩৪ কড়া জমি ক্রয় করেন তিনি। ওই জমির একাংশের উপর বসতবাড়ি ও ভাড়াবাসা নির্মাণ করে জীবীকা নির্বাহ করে আসছেন। এরই মধ্যে ওই জমির উপর লুলোপ দৃষ্টি পড়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচিরের। এর প্রেক্ষিতে কাউছারউদ্দিন কচিরের নেতৃত্বে গত ৪মে দলবল নিয়ে হাছিনা বেগমের ক্রয়কৃত জমির উপর নির্মিত ভাড়া বাসায় জোরপূর্বক ঢুকে জবর দখল করে।
হাছিনা আরও জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপার ও চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির জানান, জায়গাটি তাঁর শ্বশুর সুলতান আহমদ হাছিনা বেগমের বহু পূর্বে ক্রয় করেছেন। হাসিনা বেগমের ভাড়াবাসায় লোক ঢুকে পড়া ও জবরদখলের অভিযোগ সত্য নয় উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেন কাউচার উদ্দিন কছির।
You must log in to post a comment.