সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ২৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সোমবার এ অভিযান চালানো হয়।
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ২৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি জঙ্গিও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের জোই নারি, লাটাকা মিজের মাদাখেল এবং শাওয়াল এলাকায় বিমান হামলা চালানো হয়। জেট বিমান দিয়ে চালানো হামলায় জঙ্গিদের লুকিয়ে থাকার ৬টি স্থাপনা এবং অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ হামলা পাঞ্জাবে হামলার ঘটনায় চালানো হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এক গোয়েন্দা কর্মকর্তা।
সূত্র থেকে জানা গেছে, শাওয়াল উপত্যকা এবং ডাট্টা খেল এলাকা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মাদক পাচারের অন্যতম একটি রুট। জঙ্গিদের অন্যতম ঘাঁটি হিসেবেও এ এলাকাটি পরিচিত।
সূত্র: ডন/শীর্ষ নিউজ,ডেস্ক।
You must be logged in to post a comment.