Home / প্রচ্ছদ / সমকামী অক্ষয়!

সমকামী অক্ষয়!

Akkshayঅক্ষয় কুমারকে সমকামী ভাবতে অসুবিধা হচ্ছে কী? এবার আর ভাবাভাবির জায়গা নেই। সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে নায়কের এই সত্ত্বার কথা। আর কিছুদিনের মধ্যেই সমকামী হিসেবে কী কী করছেন তিনি, তারও ফুটেজ ধরা দেবে হাতের নাগালে। খবর আনন্দবাজার পত্রিকা

সৌজন্যে, অবশ্যই নায়কের নতুন ছবি। তবে তিনি একা নন। ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন বরুণ, ধবন ও জন আব্রাহাম। বরুণ আর জনও কী তাহলে ছবিতে সমকামী?

সেটা এখনও জানার উপায় নেই। শুটিং চলছে রোহিত ধবনের নতুন ছবি ‘ঢিশুম’-এর। সেই ছবিতেই খুব অল্প সময়ের জন্য এক সমকামী চরিত্রে দেখা দেবেন অক্ষয়।

ইতিপূর্বে ভারতের একটি সংস্থা সমীক্ষা চালিয়েছিল ভারতের সমকামী পুরুষদের পছন্দের বলিউড তারকাদের নিয়ে। তালিকায় সবার প্রথমে নাম ছিলো হৃতিক রোশনের। তারপর ছিলেন অক্ষয় কুমার। এ ছবি কী তাহলে ভারতীয় সমকামী পুরুষদের ইচ্ছাপূরণের ছবি?

ঠিক তা নয়! ‘ঢিশুম’-এ ৩ নায়কের সঙ্গে পাল্লা দেবেন সুন্দরী জ্যাকেলিন ফার্নান্ডেজও। তাকে ছেড়ে অক্ষয় কুমারের দিকে বাকি ২ নায়কের মধ্যে কে এগিয়ে যান, সেটাই এখন দেখার!

-ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: