সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি … রাজেউন)।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জে সরকারি সফর শেষে ফিরে ৩ সেপ্টেম্বর ভোরে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন মহসীন আলী। তখনই তাকে বারডেম হাসপাতালে এলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। দুদিন বারডেম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার অবস্থার উন্নতি না হলে গত শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে সিঙ্গাপুর নেয়া হয়।
মৌলভীবাজার স্বেচ্ছা সেবকলীগের সভাপতি নাজমুল ইসলাম ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
– ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.