কক্সবাজার সমাজসেবা আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণের ইভেনিং কোর্স এর ১৩ম ব্যাচের উদ্বোধন হয়েছে। ১৬ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টায় জেলা সমাজসেবা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত ব্যাচের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের একাংশে বলেন, আইসিটিতে যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে তথা বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে সমাজসেবা আইসিটি সেন্টার অগ্রণী ভূমিকা পালন করছে।
সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের হেড আইসিটি ও এইচআরডি ইঞ্জিঃ কানন পাল, একাডেমিক আহবায়ক আনোয়ারুল হক, সমাজসেবা কর্মকর্তা (ভাঃ) কুমকুম আচার্য্য, শাহনাজ পারভীন পাখি।
প্রধান কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অফিস সহকারী মফিজুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক সুজয় কান্তি পাল, সহকারী প্রশিক্ষকবৃন্দ যথাক্রমে আবু সুফিয়ান সোহেল, পিন্টু মল্লিক, ফারুখ আজম, রথিন দাশ, এরশাদ উল্লাহসহ ছাত্রছাত্রীবৃন্দ।
– খবর বিজ্ঞপ্তি।
You must log in to post a comment.