উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর, তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে টানা বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে পূর্বাভাসে।
শনিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।
আবহাওয়া পূর্বাভাসে আরো বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়।
সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদফতর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে।
তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
-নতুনবার্তাডটকম, ডেস্ক।
You must be logged in to post a comment.