কক্সবাজারের সিনিয়র সাংবাদিক দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী স্বস্ত্রীক পবিত্র হজ¦ পালনের উদ্দেশ্য কক্সবাজার ত্যাগ করেছেন। তাঁর এই যাত্রা উপলক্ষে ২১ আগষ্ট বিকালে শহরের ঝাউতলাস্থ গ্রীণলাইন কাউন্টার চত্বরে সংক্ষিপ্ত সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। কক্সবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি এ সংবর্ধনার আয়োজন করে। এতে বরেণ্য এ সাংবাদিক দম্পতিকে পৃথকভাবে শুভেচ্ছা জানাতে আসেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী উপস্থিত সকলের কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া কমনা করেন, যাতে আল্লাহর অশেষ রহমতে তারা সুস্থ থেকে পবিত্র হজ¦ পালন শেষে দেশে সবার মাঝে আবারো ফিরে আসতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফি, জাবেদ ইকবাল চৌধুরী, মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, সায়েদ আলমগীর, মোঃ শফিক, আমিরুল ইসলাম রাশেদ, মঈন উদ্দিন, শাহনিয়াজ প্রমুখ।
এছাড়া সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের কক্সবাজারের নির্বাহী সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, এক্সপাউরুলের সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কামরুল ইসলাম মিন্টু, তৌফিকুল ইসলাম লিপু, ইমরুল কায়েস চৌধুরী, কক্সমিডিয়া অপারেটর এসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন, বেলাল উদ্দিন, লোকমান হাকিম, ওমর খান প্রমুখ।
এসময় কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ সেলিমা আলম, কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সোলতানসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২২ আগষ্ট রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম শাহা আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দার উদেশ্য রওনা হওয়ার কথা রয়েছে।
-খবর বিজ্ঞপ্তির।
You must be logged in to post a comment.