Home / প্রচ্ছদ / সাগরে বোট ডাকাতি : লুটপাট

সাগরে বোট ডাকাতি : লুটপাট

Fishing Bootনিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে এফবি আল্লাহর দান নামে একটি বোট জলসদ্যুদের হামলার শিকার হয়েছে। এতে মাছ ও বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১৫ লক্ষ টাকার লুটপাট চালিয়েছে জলদস্যুরা। ২৬ আগস্ট রাত ৮টার দিকে কুতুবদিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে। হামলা শিকার ফিশিং বোট এফবি আল্লাহর দানের মালিক শহরের টেকপাড়া এলাকার আব্দুল হামিদ ফয়সাল।

বোটের মালিক ফয়সাল জানান, গত ১ সপ্তাহ আগে মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায় এফবি আল্লাহর দান। ২৬ আগস্ট মাছ নিয়ে ফেরার পথে কুতুবদিয়া পয়েন্টে জলদস্যুদের হামলার শিকার হয় বোটটি।

এফবি আল্লাহর দানের মাঝি আমান উল্লাহ জানান, মাছ ধরা শেষে ফেরার পথে কুতুবদিয়া পয়েন্টে আসলে রাজাখালী এলাকার একটি বোট নিয়ে একদল জলদস্যূরা তাদের গতিরোধ করে। পরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জলদস্যু দিদারের নেতৃত্বে ওই স্বশস্ত্র জলদস্যুরা তাদের বোটে হামলা চালায়।

এসময় মাছ, জাল, মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি মিলে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বোটের মালিক।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: