কক্সবাজারের উখিয়াতে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত পরিবহনে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পরিচয় লেখা দেখা যায়। কোন কোন বাহনে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল বা সেসবের অঙ্গ সংগঠনের নাম। কিন্তু একটি বাহনে রাজনৈতিক দলের সঙ্গে পেশারও পরিচয়! তবে এসব গাড়ির বৈধ কোন কাগজপত্র কারো হাতে নেই। তার পরও এসব পেশাজীবিরা বীর দর্পে চালিয়ে যাচ্ছে এ অবৈধ যান। বুধবার এমন দৃশ্যই দেখা গেছে উখিয়া সদরের মাই কম্পিউটারের সামনে তিন চারটি মোটর সাইকেলে। মোটর সাইকেলগুলোর সামনে লাগানো ষ্টিকারে লেখা বাংলাদেশ তাতীলীগ উখিয়া উপজেলা শাখা। লাল টেপ দিয়ে লাগানো অন্য একটি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ভদ্র লোক। সেই মোটর সাইকেলটির পেছনে লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপর একটি মোটর সাইকেলের পেছনে বড় অক্ষরে লেখা প্রেস, এর নীচে বাংলায় লিখা সাংবাদিক।
You must log in to post a comment.