অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ২টি টেস্ট খেলতে ইংল্যান্ড সফর শেষে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের অবসর নেয়ার পর এই সফরে অজিদের নতুন দলনেতা হিসেবে থাকছেন স্টিভ স্মিথ।
সফরে মিশেল ক্লার্ক, ওয়ার্নার, মিচেল জনসন ও জোস হ্যাজেলউডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায়, তরুণ একটি দলের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক টাইগাররা।
এ অবস্থায় অজিদের সাবেক ব্যাটসম্যান হেইডেন অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমে জানান, ‘বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অজিদের জন্য ব্যাটিং অর্ডার পরিবর্তন খুব একটা সহজ হবে না। তবে বেনক্রাফের ওপেনিং এর পর উসমান খাজা অথবা জো ব্রুন্সকে দ্বিতীয় উইকেটে নামালে ভালো করবে।’
এদিকে সিরিজ শুরু আগে এদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অনুশীলনের জন্য সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, অজিদের বাংলাদেশে আসার সম্ভাব্য তারিখ ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম ও ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলবে সফরকারীরা।
– ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.