পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে এ পর্যন্ত ১০ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ হজ মিশন এই ১০ জনের মৃত্যু তথ্য রেকর্ড করেছে। মিশন সূত্র জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে মক্কায় ইন্তেকাল করেন সাতজন, আর মদিনায় তিনজন।
মৃতদের মধ্যে রয়েছেন- মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), পাসপোর্ট নং বি ই ০৬৫৭২৭১, বাড়ি গাইবান্ধা জেলায়। মনিকা মুস্তারি আরজু (৪৩), পাসপোর্ট নং বি ই ০২২১৪৯৭, বাড়ি বগুড়া জেলায়। লায়লা বেগম (৭২), পাসপোর্ট নং এ ডি ৩৯৭১১৯৩, বাড়ি চট্টগ্রাম জেলায়। মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), পাসপোর্ট নং বি এ ০৯৮৬৩৭৮, বাড়ি যশোর জেলায়। মোহাম্মদ আফজান হোসেন (৭৯), পাসপোর্ট নং বি ই ০৭৫০৫৪২, বাড়ি নওগাঁ জেলায়। মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), পাসপোর্ট নং বি ই ০৪৩২৯২৫, বাড়ি শেরপুর জেলায়।মোহাম্মদ গাজী রহমান (৭৭), পাসপোর্ট নং বি ই ০৩১৮৯৯৭, বাড়ি কুমিল্লা জেলায়। সফিকুল ইসলাম (৬৫), পাসপোর্ট নং বি ই ০৬৫৫০৯৪, বাড়ি কুমিল্লা জেলায়। মোহাম্মদ আমবার আলী (৫২), পাসপোর্ট নং বি ই ০২৪৬১৫৯, বাড়ি দিনাজপুর জেলায়। মীর লিয়াকত আলী (৬১), পাসপোর্ট নং বি এফ ০২৫৮৫২০, বাড়ি ঢাকার শাহজাহানপুরে।
উল্লেখ্য, হজ করতে আসা ব্যক্তিদের লাশ সাধারণত দেশে ফেরত পাঠানো হয় না। মক্কা বা মদিনায় যে যেখানে মৃত্যুবরণ করেন তাকে ওইখানের কবরস্থানে দাফন করা হয়।
– শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.