সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সৌদিতে হাজিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৌদিতে হাজিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৌদিতে হাজিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের মিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি এই দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

এদিকে, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় গভীর শোকের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ কথা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাহফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বৃহস্পতিবার মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপের সময় এ দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ছে (বর্তমানে ৭১৭ জন)।

– বাংলাদেশপ্রেসডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/