২০৩০ সালের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার রহস্যজনক ভাবে কমে আসবে বলে জানাচ্ছে ব্রিটেনের ক্যান্সার গবেষণা সংস্থা-‘ক্যান্সার রিসার্স ইউকে’।
সংস্থাটির এক গবেষণায় জানাচ্ছে, বিশ্বে ধূমপায়ীর সংখ্যা কমছে এবং একই সঙ্গে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ব্যাপক উন্নতি ঘটেছে। এসব কারণে ক্যান্সারে মৃত্যুর হার ১৭ শতাংশ কমে যাবে। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭০ জন ক্যান্সারে মারা যান। এ সংখ্যা কমে প্রতি ১ লাখে ১৪২ জনে এসে দাঁড়াবে বলে দাবি করা হচ্ছে।
ফুসফুস, স্তন, অন্ত্র ও প্রোস্টেট ক্যান্সারে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এসব ক্যান্সারে মৃত্যুর হার অনেক কমে যাবে বলেও মনে করা হচ্ছে। ওভারি ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কমে যাবে এবং এ ক্যান্সারে মৃত্যুর হার আগামী কয়েক দশকে ৪২ শতাংশ হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। অবশ্য এ সময়ে লিভার ও ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর হার বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
– ব্রেকিংনিউজ অনলাইনডেস্ক।
You must be logged in to post a comment.