এতোদিন সানি লিওনের ছবিতে অতিথি চরিত্রে থাকতেন ড্যানিয়েল ওয়েবার। এবার স্বামীর ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে সানির।
সানি জানিয়েছেন, যদি ড্যানিয়েল তাকে ছবিটি করতে বলেন, তিনি অবশ্যই করবেন। তবে আপাতত অতিথি হিসেবেই থাকছেন তিনি। ড্যানিয়েল ওয়েবারকে অনস্ক্রিনে তার বেশ মিষ্টি লাগে। এবার দেখা যাক দর্শক তাকে কীভাবে নেয়।
“ডেনজারাস হুসন”নামে ছবিতে ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী ব্রুনা আবদুল্লার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ড্যানিয়েল ওয়েবারকে।
– প্রিয়ডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.