সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৬ তম ওরশ শরীফ সম্পন্ন

হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৬ তম ওরশ শরীফ সম্পন্ন

 

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেবজাদা, একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৬ তম ওরশ শরীফ মহান ২০ মহররম, ১২ শ্রাবণ ১৪৩১ বাংলা, ২৭ জুলাই শনিবার চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।


ওরশ শরীফের দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা, প্রখ্যাত ওলামায়ে কেরামগণের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।


মাহফিলে দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বলেন – ঈমান আক্বিদা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্বরিকত চর্চাকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শরীয়ত তরিকতের খেদমতের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালী জাতির মহান স্বাধীনতায় হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।


মাহফিলে হুজুর কেবলার জীবনী থেকে স্মৃতিচারণ করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগর সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শাহজাহান খান, আনজুমানে জলিলিয়া রহমানিয়ার সভাপতি শাহজাদা মাওলানা সৈয়দ সরওয়ার আজম, রাজনীতিবিদ দোস্ত মোহাম্মদ খান মোহাম্মদ আবদুল মান্নান, বেতাগী আনজুমানে রহমানিয়ার সদস্য মোহাম্মদ আলগমীর, মাওলানা এনামুল হক কাদেরী।


ওরশ শরীফের মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, লোহাগাড়া দরবার এ হযরত শাহ পেঠান (রহঃ) সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন, কালুরঘাট সিএন্ডবি ইউনুস ভান্ডার দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ মুছা (বড় মিয়া), উপাধ্যক্ষ মাওলানা মুফতী আলীআকবর, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা কুতুব উদ্দিন, শাহজাদা মোহাম্মদ শফিকুর রহমান, শাহজাদা মোহাম্মদ হাসান, শাহজাদা মোহাম্মদ হোসাইন, শায়ের মাওলানা ইসহাক, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচাঁন্দ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান (পেঠান শাহ), মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন,মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু,সাধানরণ সম্পাদক মাস্টার এহসানুল করিম,অর্থ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা হাফেজ আবদুল হাই, মাওলানা আবু জাফর বাদশা, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব এনামুল হক সিদ্দীকি, মাসিক প্রথম বসন্তের প্রকাশক ফজলুল করিম তালুকদার, করিম উদ্দিন হাসান, অধ্যাপক ইশতিয়াক রেজা, সাংবাদিক মাওলানা আলী আক্কাছ নুরী , শাহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান, শাহজাদা এবিএম সিদ্দিকুর রহমান সাকলাইন। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান রাশেদ,মিলাদ কিয়াম পরিচালনা করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ।


দেশ জাতি ও মানবতার কল্যাণে হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।


সভায় বক্তারা বলেন -দেশ ,জাতি, মানবতার কল্যাণ ও আহলে সুন্নাতওয়াল জামাতের প্রচার প্রসারে ও দরবার এ বেতাগী আস্তানা শরীফ অসাধারন ভাবে ভূমিকা পালন করে আসছে। বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ২১ টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : চলমান বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঈদগড়ে এবার একাধিক বসতবাড়ি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/