সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / হিন্দিতে ‘সুলতানপুর’, মুক্তি পাবে চাইনিজ ভাষাতেও

হিন্দিতে ‘সুলতানপুর’, মুক্তি পাবে চাইনিজ ভাষাতেও


অনলাইন ডেস্ক :

সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’, গত বছরের ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কাহিনি দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত।


‘সুলতানপুর’ সিনেমাটি এরই মধ্যে হিন্দিতে ডাবিং হয়ে মুক্তি পেয়েছে একটি ভিনদেশি ওটিটিতে।


‘সুলতানপুর’ নিয়ে সৈকত জানিয়েছেন, দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির লক্ষ্যে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশেষে ভারতের স্বনামধন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘আল্ট্রার’র সঙ্গে চুক্তি হয়েছে। এরইমধ্যে হিন্দি ভাষায় ‘সুলতানপুর’ ডাবিং করে ‘আল্ট্রার’য় স্ক্রিনিংও করা হয়েছে।


এ ছাড়া অচিরেই ‘সুলতানপুর’ চায়নিজ ভাষায় মুক্তি পাবে বলে জানান নির্মাতা। ইতোমধ্যেই চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে।


সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরও অনেক বিষয় সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছেন।


সিনেমায় অভিনয় করেছেন অধরা খান, সাঞ্জু জন, সুমন ফারুক, আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ একঝাঁক অভিনয়শিল্পী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় চার আসামী গ্রেফতার

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় ৪ আসামীকে গ্রেফতার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/