কোরবানির ঈদের ছুটির বাস টিকেট আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিআরটিসি।
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতিবারই ঈদের সময় লাখ লাখ মানুষ রাজধানীসহ নগরীগুলো ছেড়ে যায় বলে ওই সময় গণপরিবহনে বেশ চাপ পড়ে।
বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান রোববার সাংবাদিকদের বলেন, “বিভিন্ন রুটে ঈদ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসির বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।”
এদিকে ঈদের টিকেট কবে বিক্রি শুরু করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বেসরকারি পরিবহন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. এনায়েতউল্লাহ রোববার বলেন, “খুব তাড়াতাড়ি সভা করে এই নিয়ে সিদ্ধান্ত নেব।”
অন্যদিকে মহাখালী বাস মালিক সমিতির নেতা আবুল কালাম জানান, আগাম টিকেট বিক্রি আগামী সপ্তাহে শুরু হবে।
– বিষেরবাঁশী.কম,ডেস্ক।
You must log in to post a comment.