৪০ বছরে প্রথম

Shekh Mozib - 7নিজস্ব প্রতিবেদক

৪০ বছরে প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হল সদরের পি.এম.খালীর ধাওনখালী গ্রামে। যে এলাকায় আওয়ামীলীগের বলতে লোক ছিল হাতেগোনা ৮/১০ জন। ধর্মীয় কড়াকড়ি এবং গোড়াপন্থীদের অন্যতম আবাস হিসাবে পরিচিত ধাওনখালীতে ৪০ বছরের মধ্যে প্রথম মাইক বাজিয়ে কোন জাতীয় অনুষ্ঠান উদযাপিত হওয়ায় হতবাক হয়েছেন অনেকে। আস্ত একটা গরু জবাই দিয়ে কাঙ্গালী ভোজ এবং আলোচনা সভাও হয়েছে। উদযাপন কমিটির সভাপতি আবুল ফয়েজ খোকন ধাওনখালী মাদ্রাসার পরিচালক মৌলানা মোঃ মোসলেমের পুত্র জানান-ধাওনখালীতে তরুণ প্রজন্ম আ’লীগের দিকে ঝুঁকছে। এটা একটা উল্লেখযোগ্য দিক। আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। ৫’শতাধিক লোক এ কাঙ্গালী ভোজে অংশ নেন।

আলোচনা সভায় অংশ নেন পি.এম.খালী আ’লীগ সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, সাবেক সম্পাদক আবদুল কাদের, ওয়ার্ড সভাপতি ডাঃ হারুনুর রশিদ, সম্পাদক মমতাজ মেম্বার, আ’লীগ নেতা যথাক্রমে জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, আবদুল মালেক, ওলামালীগ নেতা শাহেদ উল্লাহ, নজিবুল্লাহ, যুবলীগ নেতা আবুল কালাম, আ’লীগ নেতা মনির মেম্বার, জামাল উদ্দিন, ছুরত আলম, শওকত মেম্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও রশিদনগরে ...

%d bloggers like this: