বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের বোধগম্যতা ও এ বিষয়ে প্রতিবেদন প্রণয়নে সাংবাদিকদের পেশাগত মান্নোন্নয়ন শীর্ষক ৪দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ২৬ আগস্ট শেষ হয়েছে।
কর্মশালা শেষে কলাতলীর নিরিবিলি অর্কিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুর রহমান হাকিম। নিউজ নেটওয়ার্ক সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে ও সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মশালার প্রশিক্ষক প্রতিবেশবিদ, সাংবাদিক ড. হুসাইন শাহরিয়ার। প্রশিক্ষণ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জাবেদ ইকবাল, সুনীল বড়ুয়া, রাশেদুল মজিদ, ইসমত আরা ইসু প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি ও প্রশিক্ষকদ্বয় বলেন, ধরণের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করান প্রশিক্ষণদ্বয় অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের ব্যাপারে সৃষ্টি করতে হবে জনসচেতনতা। এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারেন সাংবাদিকদ্বয়।
জেলার প্রাকৃতিক সম্পাদকে রক্ষা করতে তথ্য উপাত্তসহ সংবাদ পরিবেশন করতে হবে সাংবাদিকদের।
পর্যটন নগরী কক্সবাজারে ইকো ট্যুরিজম কেন্দ্রীক সংবাদ পরিবেশনের মাধ্যমে পরিবেশ বান্ধব পর্যটননগরী গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারেন তারা।
সভাশেষে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য ২৩ আগস্ট এই কর্মশালা শুরু হয়। গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যে কাজ করা সংগঠন নিউজ নেটওয়ার্ক কর্মশালাটির আয়োজন করে। আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাস।
You must log in to post a comment.