চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনয়শিল্পীদের। তেমনি এক চরিত্রে অভিনয়ের জন্য ৬০ বছরের বুড়ো সাজলেন অভিনেতা ইমন। পরিচালক হিমেল আশরাফের নতুন টেলিছবি ‘না ভুলবো না কোনো দিন’ শেষ দৃশ্যের জন্যই এই সাজ সেজেছিলেন তিনি। টেলিছবিটির রচয়িতা গেল ঈদুল ফিতরে সমুদ্রে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেন।
ইমন বলেন, ‘এই প্রথম এরকম চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে খুব হাসি পেয়েছে। তবে একদিকে ভালোই লেগেছে যে বুড়ো বয়সে আমাকে দেখতে কেমন লাগবে তা আগেই দেখলাম’।
টেলিছবিতে অভিনয় করেছেন ইমন,শখ সহ আরও অনেকে। আর এই টেলিছবির মধ্য দিয়েই জুটি হিসেবে অভিনয়ের খাতায় নাম লেখালেন ইমন আর শখ। টেলিছবিটি চলতি মাসেই প্রচারিত হবে চ্যানেল আইতে।
– প্রিয়ডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.