সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অতিথি পাখির কলরবে মুখরিত ঈদগাঁও’র উপকূলীয় অঞ্চল

অতিথি পাখির কলরবে মুখরিত ঈদগাঁও’র উপকূলীয় অঞ্চল

Animal - 16 Baird 1এম আবুহেনা সাগর, ঈদগাঁও:

শীত মৌসুম আসতে না আসতেই অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সদরের ঈদগাঁও’র উপকূলীয় অঞ্চল। সুদূর সাইবেরিয়া, মধ্য এশিয়া ও রাশিয়ার বিভিন্ন শীত প্রধান এলাকা থেকে আগত নানা প্রজাতির পাখি এখন বাসা বেধেছে উপকূলীয় প্যারাবন ও গ্রামাঞ্চলের গাছ-গাছালিতে।

উপকূলীয় এলাকা খ্যাত চৌফলদন্ডি, খুরুশকুল, পোকখালী, গোমাতলী, কাউয়াদিয়া, ছিরাদিয়া ও শিল্প এলাকা ইসলামপুরসহ অপরাপর এলাকাগুলোতে এ শীতকালীন সময়ের অতিথি পাখি ধবধবে সাদা আকাশে উড়াউড়িতে দিবারাত্রি সরগরম থাকতে দেখা যায়।

এসব এলাকার চিংড়ি ঘেরের অগভীর স্থানে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে প্রতিনিয়ত বসছে পাখির দল। কম পানিতে বিচরনকারী ছোট মাছ এদের প্রধান খাদ্য। বক, চখাচখি, ঘুঘু, চেঘা, গাংচিল, শঙ্ঘচিল, পেলিক্যান, ডাভ, পাতিহাস, বালিহাস সহ হরেক রকমের পাখি দেখতে প্রায়শ উত্সুক বহু দর্শনার্থী ভীড় জমাচ্ছে উপকূলীয় এলাকাতে। চৌফলদন্ডি ব্রীজ পার হওয়ার পর উত্তর দিকে যাওয়ার সময় চোখে পড়ে অতিথি পাখিদের কলকাকলী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/