সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

চেক জালিয়াতির একটি মামলায় অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।

এ মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় এক লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন তিনি। ওই মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।

মোশারফ আরও জানান, এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ হলে বিচারক সোমবার মামলাটিতে রায় দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, বাদী মোশারফ হোসেন অভিনেতা আহমেদ শরীফের কাছে এক লাখ ৬৭ হাজার টাকা পাবেন। এ জন্য আহমেদ শরীফ তাকে চেক দেন। ২০১৪ সালের ২২ মে মোশারফ চেকটি উত্তরার একটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যান (ডিজঅনার) হয়। দ্বিতীয় বারের মতো মোশারফ একই বছরের ১১ ডিসেম্বর চেকটি জমা দিলে সেবারও তা প্রত্যাখ্যান হয়।

দেশের চলচ্চিত্র ও নাটকে কয়েক দশক ধরে অভিনয় করছেন আহমেদ শরীফ। খল চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/