সাম্প্রতিক....
Home / জাতীয় / আজ বসছে সংসদ

আজ বসছে সংসদ

 Parlament - 2

চলতি দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার বিকাল পাঁচটায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে ৩০ মার্চ এই অধিবেশন ডেকেছেন। এর আগে চলতি বছরের প্রথম ও এই সংসদের নবম অধিবেশন শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।

জানা গেছে, আগামী জুনে বাজেট অধিবেশনের আগে দশম অধিবেশনটি কার্যত নিয়ম রক্ষার অধিবেশন। কারণ সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। যার কারণে এ অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। তবে অধিবেশনটি কতদিন চলবে তা নির্ধারণে আজ বিকাল ৪টায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সদস্য- প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও বৈঠকে অংশ নেবেন।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/