সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আজ মহানবমী ও দশমী : সার্বজনীন উৎসবে পরিণত দুর্গাপূজা

আজ মহানবমী ও দশমী : সার্বজনীন উৎসবে পরিণত দুর্গাপূজা

Puza - Durga -  Ajit Himu 18-10-2015 (news & 1pic) f3দীপক শর্মা দীপু; কক্সভিউ:

“ধর্ম যার যার উৎসব সবার” এমন শ্লোগানের প্রতিফলন দেখা গেছে দুর্গাপূজা উৎসবে। ২১ অক্টোবর মহাঅষ্টমী পূজায় সন্ধ্যা দেখা যায়, সনাতন ধর্মালম্বীরা দলে দলে পূজা মন্ডপে প্রবেশ করে। সন্ধ্যা আরতি আর পূজা অর্চনায় নিজেদের সমর্পন করে পূজারীরা। মুসলমান, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মন্ডপে মন্ডপে গিয়ে পূজা দর্শন করেন।

তাছাড়া হিন্দুদের সাথে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের স্বজনরা মন্ডপে মন্ডপে এক সাথে পূজোর আনন্দ উৎসবে মেতে উঠে।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মন্ডপে পরিদর্শন করে পূজোর আমেজ বাড়িয়ে দিয়েছে। এমপি, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বাররা পূজো মন্ডপ পরিদর্শনের পাশাপাশি মন্ডপের খোঁজ খবর নিয়ে শৃঙ্খলা রক্ষায় আর উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে দায়িত্ব ও পালন করেছেন। সকল সম্প্রদায়ের লোকজন এক সাথে মন্ডপ পরিদর্শন ও আনন্দ উল্লাসে মেতে উঠে। সম্প্রীতির বন্ধনে জাতি ধর্ম বর্ণ ও দল নির্বিশেষে সবাই একাকার হয়ে পূজা উৎসবে মিলেছে। সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে দুর্গাপূজা।

২২ অক্টোবর মহানবমী ও দশমী পূজা। তিথি লগ্ন অনুযায়ী গতবছরের ন্যায় এবারো একই তারিখে মহানবমী ও দশমী পূজা হবে। তবে বিসর্জন হবে ২৩ অক্টোবর।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/