সাম্প্রতিক....
Home / জাতীয় / আটকে যেতে পারে ঢাকা উত্তরের উপনির্বাচন

আটকে যেতে পারে ঢাকা উত্তরের উপনির্বাচন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবন। ছবি: সংগৃহীত

আইনি জটিলতায় আটকে যেতে পারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করার পাশাপাশি এটিকে স্থগিত চেয়ে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়েছে। আইনজীবীরা বলছেন, মামলার পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আটকে যেতে পারে সিটি করপোরেশেনের উপনির্বাচন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) যুক্ত হওয়া আটটি ইউনিয়ন ভেঙে গত বছরের জুলাইয়ে ১৮টি ওয়ার্ড করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গেজেট আকারে প্রকাশ করে। এতে ডিএনসিসির ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ৫৪টি। নতুন যুক্ত হওয়া এ সব ওয়ার্ডে এখন পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন (ইসি) কিন্তু সেটি না করেই মেয়র পদে উপনির্বাচন ও এসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) আর এতেই সৃষ্টি হয়েছে জটিলতা। অথচ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, ‘মেয়রের পদসহ করপোরেশনের শতকরা পঁচাত্তর ভাগ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে’।

এ বিষয়ে রিটকারী আতাউর রহমানের আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া প্রিয়.কম-কে বলেন, নির্বাচনী তফসিল স্থগিত চেয়ে আমরা আদালতে রিট আবেদন করেছি। আমার মক্কেল (আতাউর রহমান) এখনও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ইউনিয়নের ভোটারদেরকে সিটি করপোরেশেনের ভোটার হিসেবে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি।

আহসান হাবিব আরও বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র নির্বাচন কমিশনের দাখিল করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ভোটার তালিকাই প্রকাশ করেনি ইসি। এখন যিনি প্রার্থী হবেন, তিনি কিন্তু জানেন না তিনি ভোটার কিনা। তা ছাড়া মনোনয়নপত্রে ৩০০ ভোটারের স্বাক্ষর থাকতে হবে। ভোটার তালিকা প্রকাশ না হলে সেটা কীভাবে সম্ভব?’

‘সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে যারা কাউন্সিলর হবেন, তারা পুরো পাঁচ বছর পাবেন না- সে বিষয়েও আদালতে প্রশ্ন তুলেছি’, যোগ করেন এই আইনজীবী।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫(৩) উপধারায় বলা হয়েছে, ‘মেয়রের পদসহ করপোরেশনের শতকরা পঁচাত্তর ভাগ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হইলে এবং নির্বাচিত কাউন্সিলরগণের নাম সরকারি গেজেটে প্রকাশিত হইলে, করপোরেশন, এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, যথাযথভাবে গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।’

আরেক রিটকারী বেরাঈদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের আইনজীবী জাহাঙ্গীর হোসাইন সেলিম বলেন, ‘গত ৯ জানুয়ারি যে তফসিলটি ঘোষণা করা হয়েছে, সেটি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল চেয়ে রিট করেছি।’

তিনি আরও বলেন, ‘রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করেছি। আশা করছি, আইন অনুযায়ী এই মুহূর্তে ঢাকা উত্তর সিটিতে নির্বাচনের তফসিল স্থগিত ঘোষণা করবেন হাইকোর্ট।’

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান প্রিয়.কম-কে বলেন, হাইকোর্টে ভাটারা ও বেরাঈদ ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেছেন। রিটকারীদের যুক্তি ভোটার তালিকা প্রণয়ন না করেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।

মোখলেছুর রহমান আরও বলেন, ‘আমি আদালতে বলেছি, মেয়র আনিসুল হক মারা যাওয়ায় সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এ জন্য ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করার আদেশ দেওয়া হোক। পরে আদালত আদেশের জন্য আজ (বুধবার) দিন নির্ধারণ করেছেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর শূন্য হওয়া মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।        সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/