সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু : ৩ হাজার ৫ শত জনকে কার্ড প্রদান

ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু : ৩ হাজার ৫ শত জনকে কার্ড প্রদান

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বতর্মান সরকারের যুগান্তকারী পদক্ষেপ ও নির্বাচন কমিশনারের উদ্যোগে দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচীর আলোকে ইউনিয়ন পর্যায়ে সদরের প্রথম ইউনিয়ন ইসলামপুরে বিতরণ শুরু হয়েছে।

৩ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের মাঝে কার্ড বিতরণ করেন। ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা।

উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর ছিদ্দিক, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম সওদাগর, আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা মনজুর আলম, মেম্বার আবদু শুক্কুর, নুরুল আলম, জসিম উদ্দীন, নুর মোহাম্মদ, মহিলা মেম্বার তাহেরা বেগমসহ আরো অনেকে।

প্রথম দিনে ১, ২ ও ৪নং ওয়ার্ডের একাংশে নারী-পুরুষ মিলিয়ে ৩৫০০ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ইসলামপুর ইউনিয়নের ব্যক্তি সাংবাদিক ইমাম খাইরকে স্মার্ট কার্ড তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন অতিথিরা।

এ সময় আরো ছিলেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে একদল পুলিশ শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/