সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

চলমান বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঈদগড়ে এবার একাধিক বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার পথে। 


১৪ সেপ্টেম্বর দেখা যায়, ঈদগড় ইউনিয়নে ১নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আহমদের বসতবাড়ি ইতিমধ্যে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালের গর্ভে বিলীন হয়ে যায়।


অপরদিকে ফোরকান আহমেদ, নাজির হোসেন, ছৈয়দ আলম, সফিউল আলম, আব্দুল মালেক, আমানুল হক ও হাজারা খাতুন এই বাড়িগুলোও পাশ্ববর্তী খাল গর্ভে বিলীনের আশঙ্কায় রয়েছে। 


বিলীন হওয়া বসতবাড়ির মালিক মোহাম্মদ আলম জানান, কদিন ধরে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল নেমে আসলে এই দুর্ভোগ সৃষ্টি হয়। আরও জানান যে, বর্তমান তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।


দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আহমেদ নিজ এলাকায় মাথা গোঁজার ঠাঁই না-পেয়ে বাধ্য হয়ে শশুর বাড়ি যান। যা সত্যিকার অর্থে খুব হৃদয়বিদারক একটি বিষয়।


তাছাড়া বিধ্বস্ত হতে যাওয়া অন্যান্য বাড়ির কর্তা সহ সকল ভুক্তভোগীরা দ্রুতগতিতে স্থানীয় জন প্রতিনিধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অন্যত্রে পুনর্বাসনের সহযোগিতা কামনা করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg

১৪ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক :প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/