সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওতে আ’লীগের প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি একাদশ সাধারণ সম্পাদক একাদশকে একগোলে পরাজিত করে

ঈদগাঁওতে আ’লীগের প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি একাদশ সাধারণ সম্পাদক একাদশকে একগোলে পরাজিত করে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একাদশ বনাম সাধারণ সম্পাদক একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। ২৯ জুলাই পড়ন্ত বিকেলে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজারো দশর্কদের করতালি ও উৎসব মুখর পরিবেশে ফুটবলের এ প্রীতি ম্যাচটি সম্পন্ন হয়।

খেলায় চমৎকার রেফারীর দায়িত্ব পালন করে- কক্সবাজার সদর রামু আসনের সাংসাদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, সাবেক জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন সিকদার তাজ মহল, সদর আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, লুৎফুর রহমান আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, সদর যুবলীগ নেতা মিজানুল হক, জমিল উদ্দিন, এনাম রনি, তৈয়ব সহ আরো অনেকে।

এই বহুল প্রত্যাশিত ফুটবল খেলাটি দেখতে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক সাধারণ লোকজনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ঘটে। এ প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি একাদশ সাধারণ সম্পাদক একাদশকে একগোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। পরে উভয় দলের খেলোয়াড়ের মাঝে ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য যে, সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন দশ ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদকসহ সদরের সভাপতি এবং সম্পাদক দের প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্টিত হয়। এই খেলায় উভয় দলের খেলোয়াড়দের মধ্য ছিলেন সদর আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ সহ আরো অনেকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/