সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে কৃষক প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত খাবারের উপর গুরুত্বারোপ

ঈদগাঁওতে কৃষক প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত খাবারের উপর গুরুত্বারোপ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ ১২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় শুরু হয়। প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপ-পরিচালক আবুল কাশেম।

কক্সবাজার ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালকের কার্যালয় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আও তায় একদিনের এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে তালিকাভুক্ত কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার হর্টি কালচার সেন্টারের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাবুদ্দিন, ঈদগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে শিক্ষক মোঃ রেজাউল করিম, মেম্বার মাহমুদুল হাসান মিনার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন।

এতে চারা রোপন রক্ষণাবেক্ষণসহ কৌশল বিষয়ে ধারণা দেয়া হচ্ছে। প্রশিক্ষণের রিসোর্স পারসন শামসুল আলম বলেন, যেকোন ধরনের খাবার নির্ভেজাল, নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত হতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/