সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগাঁওতে গাছে গাছে শোভা পাচ্ছে আম্র মুকুলে

ঈদগাঁওতে গাছে গাছে শোভা পাচ্ছে আম্র মুকুলে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঋতু পরিবর্তনের পরপরই চলতি মৌসুমে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলে গাছে গাছে আম্র মুকুলে ছেয়ে গেছে। ছয় ঋতুর বাংলাদেশ প্রকৃতির পালা বদলের ঋতুরাজ বসন্তের আগমনের ঈদগাঁওতে সর্বত্রে আম্র মুকুলে শোভা পাচ্ছে।

২৯ মার্চ সকালে বিশাল এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে গেলে এমন চিত্র চোখে পড়ে। বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের পাড়া-মহল্লার আনাছে কানাছে আমগাছে মুকুলে মুকুলে নুয়ে পড়েছে। এমনকি বসতভিটার আমগাছ গুলো মৌসুমী আম্র মুুকুলে ছেয়ে পড়ায় ব্যাপক সৌন্দর্য্য যেন চোখে পড়ছে। পরিবেশ অনুকুল থাকলে এবারে সদরের ঈদগাঁওতে আমের বাম্পার ফলন হতে পারে বলে অনেকে ধারণা।

ঈদগাঁওর ভুতিয়া পাড়া, ভোমরিয়াঘোনা, মাছুয়াখালীর কয়েক ব্যক্তির মতে, তাদের বসতভিটার আমগাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে মুকুলে ভরপুর দেখে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েছেন তারা। তবে প্রকৃতিই ভাল জানে আমের ফলন কেমন হবে? বিভিন্ন গ্রামগঞ্জের আমচাষী ও মালিকদের সাথে কথা হলে তাদের মতে, প্রতি বছরের চেয়ে এ বছর আমের মুকুলে একটু বেশি দেখা দিয়েছে। ঠিকভাবে আমের কলি বা আঁটি ভালভাবে গাছে লাগলে বিপুল পরিমাণ দেশীয় আমের ফলন বৃদ্ধি পাবেজ।

অপরদিকে ঈদগাঁও জাগির পাড়ায় সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, বেশ কয়েকটি আম গাছে মাঝারী আকারে আম ইতিমধ্যে ফলন দিয়েছে। এ নিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যণীয়।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/