সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে গ্যাসের দোকানে তালাভেঙ্গে নগদ টাকা ও বিকাশের মোবাইল চুরি

ঈদগাঁওতে গ্যাসের দোকানে তালাভেঙ্গে নগদ টাকা ও বিকাশের মোবাইল চুরি

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2018/01/Chintai-2-c.jpg?resize=450%2C248&ssl=1

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে গ্যাসের দোকানে তালাভেঙ্গে নগদ টাকা, বিকাশ মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ২৭শে ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া গ্যাসের দোকানদার মুরাদ তার দোকান খোলা রেখেই ক্যাশবাক্স তালা লাগিয়ে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে চোর দোকান থেকেই ক্যাশবাক্সের তালাভেঙ্গে নগদ ৯০ হাজার টাকা ও বিকাশের মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে দোকানদার মুরাদ নামাজ শেষে দোকানে এসে ক্যাশের তালা ভাঙ্গা দেখে হতভম্ব হয়ে পড়েন।

পাশ্বর্বতী দোকানদার মিজানও মোস্তফা জানান,
সন্ধ্যায় দোকানের ক্যাশের তালাভেঙ্গে নগদ অর্থ বিকাশ মোবাইল নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/