সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি

ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের গুরুত্বহ বাণিজ্যিক নগরী ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে চেয়ে গেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার। যার কারণে বৈদ্যুতিক শক সার্কিটের আশংকা প্রকাশ করেন সচেতন বাজারবাসী।

বাজার ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থানের মধ্যে পশ্চিম গলির বেদার মার্কেটের প্রবেশ পথে, ডিসি সড়কের নাহার মেডিকো সংলগ্ন স্থানে, হাইস্কুল গেইটের সন্নিকট স্থানে বৈদ্যুতিক তারের ছড়াছড়ি বললেই চলে। ঘুণিঝড় মোরার মত আঘাতে এখনো পল্লী বিদ্যুৎ ঈদগাঁও অফিস বৈদ্যুতিক তার নিয়ে মাথা উচু করে দাড়াতে পারেনি। যেখানে পবিস ঈদগাঁও সাব জোনাল অফিসের আওতাধীন ১২টি ইউনিয়নে একাধিকটি খুঁটি ভেঙ্গে যাওয়ার পাশাপাশি বহু মিটার ভেঙ্গে পড়ে। আবার বহু বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে বেশ কয়েকদিন গ্রাম গঞ্জে বিদ্যুৎ লাইন যথা সময়ে দিতে পারেনি পবিস কর্তৃপক্ষ।

এদিকে সামান্য ঝড়-বৃষ্টি আর বাতাস হলেই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার গুলো ছিড়ে দুর্ঘটনা আশংকা প্রকাশ করেন বাজারে আগত লোকজন। এমনকি এসব ঝুঁকিপূর্ণ তার গুলো এলোমেলো ভাবে জগাখিচুড়ির মত বললেই চলে। কোন তার কোন দিকে গেছে তার কোন হিসাব নেই।

এ ব্যাপারে দ্রুততম সময়ে ঈদগাঁও পবিস অফিসের জরুরী হস্তাক্ষেপ কামনা করছেন বাজারে আগত সর্বশ্রেণি পেশার মানুষজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/