সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তীব্র যানজট : বিপাকে পথচারীরা

ঈদগাঁওতে তীব্র যানজট : বিপাকে পথচারীরা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

করোনা আতংকে লকডাউনের মাঝেও থেমে নেই যানজট। এতে করে বিপাকে পড়েছে রোজা দার, পথচারী, রোগীসহ সর্বশ্রেনী পেশার মানুষরা।

৫ মে বিকেলে ঈদগাঁও বাসস্টেশনস্থ বাজারের প্রবেশ পথে তীব্র যানজট লেগে যায়। দেখা যায়, মালবাহী বড় কার্গোগাড়ী উক্ত স্থানে দাঁড়ালে দুই দিকের ছোট ছোট যানবাহন চলাচল করতে না পারায় জ্যাম লেগে থাকে। প্রায় আধঘন্টা ধরে যানজটে আটকা পড়ে লোকজন।
দায়িত্বরত পুলিশ সদস্যরাও দায়িত্ব পালনে হিম শিম খেতে চোখে পড়েছে।

মঙ্গলবার বা হাটবারের দিন জ্যামে আটকা পড়া সাধারণ লোকজনরা অসময়ে মালবাহী গাড়ী প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

তবে করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও মানা হচ্ছেনা এই নির্দেশনা। অস চেতনার পরিচয় দিচ্ছে সর্বশ্রেনী পেশার লোক জন। ডিসি সড়কের দুই পাশে কাঁচাবাজারের ফলে কেনাকাটায় মানুষরা দাঁড়িয়ে থাকে নানা সময়ে। যার কারনে সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছেনা। বাজারমুখী মানুষরা জানিয়েছেন, একদিকে করোনা আতংক বিরাজ,অন্যদিকে যানজটের কবল। নেই সামাজিক দূরত্ব।

এসব বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের অভিযান পরিচালনার দাবী জানান সচেতন মহল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/