সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে নতুন ধানের চালে পিঠাপুলি তৈরীর উৎসব চলছে ঘরে ঘরে

ঈদগাঁওতে নতুন ধানের চালে পিঠাপুলি তৈরীর উৎসব চলছে ঘরে ঘরে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Pittha-Sagar-11-12-21.jpg?resize=620%2C387&ssl=1

ঈদগাঁওতে নতুন ধানের চালে পিঠাপুলি তৈরীর উৎসব চলছে ঘরে ঘরে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

নতুন ধানের মুহুমুহু গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওর পাড়া মহল্লাজুড়ে। নতুন ধানের চালে পিঠা তৈরীর হিড়িক পড়েছে ঘরে ঘরে। এরই ফাঁকে প্রত্যান্ত এলাকাতে দেখা দিয়েছে নবান্নের আমেজ। মজাদার পিঠার আনন্দ চলছে প্রায় পরিবারে। কয়েকদিন ধরে নতুন ধানের চাল পিষিয়ে ভাপা সহ হরেক রকমের পিঠাপুলি তৈরী করে যাচ্ছেন গৃহবধূরা।

গ্রামাঞ্চল জুড়ে নতুন চাল দিয়ে পিঠাপুলি পায়েশ-পোলাও আর নতুন চালের আটা গুড়সহ কলা দিয়ে সিরনি তৈরী করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে খাবার ধুম। নবান্ন ছাড়া কনকনে শীতে প্রত্যন্ত এলাকার বহুজন নতুন চাল দিয়ে হরেক রকমের পিঠা তৈরী করে শীত পিঠার আয়োজনও করে।

ভোমরিয়াঘোনার রানা জানান, শীত মৌসুমে পিঠার মহাউৎসব যেন পাড়া মহল্লায়। বাড়ীতে নতুন ধানের চালে পিঠা তৈরী আয়োজন ও করছে।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/pitha.jpg?resize=620%2C349&ssl=1

মাইজ পাড়ার নুরানী শিক্ষার্থী আইরিন জানান, প্রতিবছরের ন্যায় এবছরও মা শীতপিঠা তৈরী করছে। বাড়ীর সকলের এক সাথে বসে আনন্দের সাথে খেয়েছি। এটি এক অন্যরকম অনূভূতি।

কয়েকজন ধান চাষী জানান, নবান্ন উপলক্ষে নানা জাতের ধান কাটা হচ্ছে, নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসব,পিঠা তৈরী চলছে ঘরে ঘরে।

এক গৃহবধু জানান, চলতি শীত মৌসুমে বাড়ীতে নতুন চাল দিয়ে ভাপা পিঠা তৈরী করে পরিবারের সবাইকে শীত পিঠার খাওয়ানো হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/