সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পাঁচদিন ব্যাপী প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আনুষ্ঠানিক যাত্রা

ঈদগাঁওতে পাঁচদিন ব্যাপী প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আনুষ্ঠানিক যাত্রা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এই প্রথমবারের মত ঝাকজমক পূর্ণ পরিবেশে ৫ দিন ব্যাপী প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। ২৬ জুলাই বিকেলে ঈদগাঁও বাসষ্টেশস্থ জিআইডি কম্পিউটার ল্যাবে এ ট্রেনিং শুরু হয়। এটি উক্ত ল্যাবের তত্ত্বাবধানে ঈদগাহ রিপোটার্স সোসাইটি সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ ট্রেনিং।

আনুষ্ঠানিক যাত্রায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কক্সাবাজার নিউ ডটকমের সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, ট্রেইনার এরফান হোসেন ও আবুল মনছুর আহমেদ।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন-এম আবু হেনা সাগর (দেশবিদেশ), এম শফিউল আলম আজাদ (দৈনন্দিন), শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার), এইচ এম রুস্তম আলী (রূপালী সৈকত), আশফাক উদ্দিন আরফাত (দেশের নিউজ), এম সরওয়ার শিফা (রূপসী গ্রাম), রফিক উদ্দিন লিটন (হিমছড়ি), হাফেজ বজলুর রহমান (সিটিএন নিউজ), আনোয়ারুল আজম খোকন ও রায়হানুল কবির সহ আরো অনেকে।

ট্রেনিংয়ে ৫৭ ধারার সুবিধা-অসুবিধা, কপি রাইট সাংবাদিকতা, অনলাইন ও প্রিন্ট মিডিয়া গুরুত্ব বিষয়ক প্রাথমিক ধারনা প্রদান করা হয়। উল্লেখ্য যে, এ ট্রেনিং ৩১ জুলাই পর্যন্ত চলবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/