সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে প্রথমবার শারদীয় দূর্গোৎসব : নজর কেড়েছে

ঈদগাঁওতে প্রথমবার শারদীয় দূর্গোৎসব : নজর কেড়েছে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এই প্রথমবারের মত এক মন্দিরে শারদীয় দূর্গোৎসব অনুষ্টিত হয়েছে। এ নিয়ে বেশ নজর কেড়েছে সনাতনী সম্প্রদায়ের লোকজনের মাঝে।

দেখা যায়, সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার ২/৩ দিন পূর্ব থেকে বিশাল গেইট, মিউজিক লাইট, প্যান্ডেল তৈরী করে রেকর্ড সৃষ্টি করেছে।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড তথা বংকিম বাজার এলাকায় দূর্গা মন্দিরে বিগত ৬/৭ বছর ধরে ঘট পুজা হয়ে আসলেও এই বছর প্রথম বারের মত অনুষ্ঠিত হলো শারদীয় দূর্গাপুজা। দূর্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম এ উৎসবটি পোকখালী পুজা উদযাপন পরিষদ ও দূর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুমন চৌধুরী আগুনের তত্ত্বাবধানে অনুষ্টিত হয়। ১৮ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দূর্গোৎসবের সমাপনী দিনে এ প্রতিবেদক নতুন দূর্গোৎসব পরিদর্শন করতে গেলে এমন দৃশ্য চোখে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন – দূর্গাপুজা উদযাপন পরিষদের সভাপতি সোনা বালা দাশ, সাধারণ সম্পাদক রুবেল দাশ, অর্থ সম্পাদক জনি ধর, কমল, রুপম, অভি, রাজিব, টিপু, মিন্টু, টিটু, কাঞ্চন ও রনিসহ আরো অনেকে। তবে সুমন চৌধুরী কক্সভিউ ডট কম’কে জানান, ঈদগাঁও ইউনিয়নের বংকিম বাজারে নতুন মন্দিরে নতুন দূর্গোৎসব করতে পেরে আনন্দে উদ্বেলিত। ৪/৫ লক্ষাধিক টাকার বাজেটে প্রথমবারে এ উৎসব।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১৪ আগস্ট হাফেজ হাকিম শাহ বজলুর রহমানের (রাঃ) এর ১১৪তম ওরশ শরীফ

  প্রেস বিজ্ঞপ্তি :রবিবার হতে ৩ দিন ব্যাপী এতেকাফ শুরু, ১৪ আগস্ট বুধবার সৈয়দুল আজম ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/