সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ব্যাংকার ও মানবাধিকারকর্মীর বাসায় দুর্ধর্ষ চুরি : টাকাসহ স্বর্ণালংকার লুট

ঈদগাঁওতে ব্যাংকার ও মানবাধিকারকর্মীর বাসায় দুর্ধর্ষ চুরি : টাকাসহ স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ব্যাংকার ও মানবাধিকার কর্মীর বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। শনিবার সন্ধ্যা ৭টায় ঈদগাঁও ষ্টেশনস্থ গ্রামীণ ব্যাংক সংলগ্ন রবি হাউজের পাশে শাহজাহানের ৬ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় ব্যাংকার, মানবাধিকার কর্মী এম রেজাউল করিম নোমানের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে চোরদল তালা ভেঙ্গে নগদ ৪৭ হাজার টাকা, স্বর্ণের কানের দুল সহ ব্যবহারের জিনিসপত্র নিয়ে যায়। নোমান বাসায় এসে হতভম্ব হয়ে পড়ে। তাৎক্ষণিক তদন্ত কেন্দ্রের ইনচার্জকে বিষয়টি অবগত করা হয় বলে রেজাউল করিম জানিয়েছেন।

বেশ কিছুদিন পূর্বে একই বিল্ডিংয়ের আরেক বাসার তালা ভাংচুর করে চোর সিন্ডিকেট দল। গত দুইমাস পূর্বে পাশ্বর্বতী বিল্ডিংয়ে গ্রামীণ ব্যাংকের ম্যানে জার উজ্জল মজুমদারের তালা ভেঙ্গে চোরদল চুরি করেছে বলেও জানান। এমনকি প্রায় সময় চুরি আতংকে থাকেন বাসাবাড়ীতে থাকা লোকজন। কবে আতংক থেকে মুক্তি পাবে এ আশায় রয়েছেন ভাড়াটিয়ারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/