সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ব্যাতিক্রমধমী বণাঢ্য বিজয় উৎসব পালিত

ঈদগাঁওতে ব্যাতিক্রমধমী বণাঢ্য বিজয় উৎসব পালিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে শেখ রাসেল স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ব্যাতিক্রমধমী কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্টিত হয়। জেলা পরিষদ কর্তৃক আয়োজিত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ।

বিশেষ অতিথিদের মাঝে ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতিমা মোস্তাক, কউক চেয়ারম্যানের সহধর্মিনী জাকিয়া সুলতানা, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান।

উপস্থিত ছিলেন নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

শুরুতেই অতিথিরা কবুতর উড়িয়ে দিবসের আনুষ্টানিক শুভ সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্যারেড পরিচালনার দায়িত্ব ছিলেন, পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আসাদুজ্জামান খান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট গার্লস গাইডের সুসজ্জিত দল অংশ নেয়। বিজয় উৎসবের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালু ফকির পাড়া আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম, গীতা পাঠ করে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মিঠুন কান্তি দে। ত্রিপিটক পাঠ করেন উক্ত বিদ্যালয়ের বৌদ্ধ ধর্মীয় শিক্ষক। জাতীয় সংগীত পরিবেশন করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্রী সামান্তার নেতৃত্বে শিক্ষার্থীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/