সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ : আহত ১২

ঈদগাঁওতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ : আহত ১২

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১০/১২ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনাস্থ (আইয়ুব খাঁন টেক) সংলগ্ন স্থানে ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে নোহা-মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কক্সবাজারমুখী নোহা পরিবহনটি একটি টমটমকে ওভারটেক করে ঈদগাঁওমুখী মাইক্রোবাসকে স্বজোরে ধাক্কা দেয়, এতে মাইক্রোবাসের সামনের অংশ ভেঙ্গে যায়। পরে ঈদগাঁওমুখী অপর টমটমটিতে ও ধাক্কা লেগে গাড়ীটি চুর্ণ-বিচূর্ণ হয়ে যায়। পাশাপাশি নোহার সামনের অংশটিও ভেঙ্গে যায়। এতে তিন পরিবহনে থাকা প্রায় ১০/১২ জন যাত্রী আহত হন বলে প্রত্যাক্ষদর্শী সূত্রে প্রকাশ।

আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং কমিউনিটি পুলিশিং কমিটির কর্মীরা আহত ব্যাক্তিদের উদ্বার করে ঈদগাহ ন্যাশনাল হাসপাতালসহ নানা ক্লিনিকে প্রেরণ করে বলে জানান কমিউনিটি পুলিশের নেতা মাহবুবুর আলম। ঘটনার পরে আধঘন্টা ব্যাপী মহাসড়কের দুপাশে দূর পাল্লাসহ নানা যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার ও এএসআই নসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/