সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে রাবারড্যামের ভাঙ্গনকৃত বেড়িবাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক

ঈদগাঁওতে রাবারড্যামের ভাঙ্গনকৃত বেড়িবাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক


এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কয়েক দিন ধরে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে জেলার অন্যান্য স্থানের ন্যায় কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর জালালাবাদ রাবারড্যাম পয়েন্টে ভাঙ্গনকৃত বেড়িবাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

৫ জুলাই সকাল দশটার দিকে জালালাবাদের বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শনে আসেন- জেলা প্রশাসক আলী হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর। জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ইউপি সদস্য আরমান উদ্দিন, সেলিম উদ্দিন, মোক্তার, নুরুল আলম ও মনজুর আলম, পরিদর্শনে আসা নেতৃবৃন্দদেরকে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে ছিলেন- সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, ছলিম উল্লাহ জিহাদী, শফিকুল ইসলাম, আবদু রহিম, আবছার কামাল, রাসেদুল হক সহ বিপুল সংখ্যক লোকজন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্যাদূর্গত এলাকায় ত্রাণ সামগ্রীর সহায়তার আশ্বাস প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন যাতে কষ্ট থেকে মুক্তি পায় সে বিষয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি রাখার প্রতি আহবান জানান।

প্রসঙ্গত- সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টিপাতে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছিলো বৃহত্তর এলাকার সর্বশ্রেণি পেশার মানুষজন। জালালাবাদ রাবারড্যাম পয়েন্টে ভাঙ্গনের কারণে পোকখালী- জালালাবাদ হয়ে জেলা সদরের ঈদগাঁও বাজারে যানবাহন চলাচল কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাতে করে শত শত পেশাজীবি, চাকরিজীবি, হতদরিদ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা কষ্টের বিনিময়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে আসতে হয়। এত কষ্ট সহজে মেনে নেওয়া যায় না। সে সাথে গেলো প্রবল বৃষ্টিপাতে ঐ ভাঙ্গনের ফলে ঢলের পানি জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়া, পালাকাটার অসংখ্য ঘরবাড়ি পানি বন্দি হয়ে পড়েছে, এখনো তারা ক্ষত শুকিয়ে উঠতে পারেনি। জালালাবাদের প্রধান সড়কটি ভেঙ্গে খান খান হয়ে পড়ে। চলাচলের কোন প্রকার পরিবেশই নেই। দ্রুত সময়ে চলাচল রাস্তা সংস্কার করে জন ও যান চলাচল স্বাভাবিক করার আহবান জানান বিশাল এলাকাবাসী। আবার মোহনভিলা এলাকায় প্রায় ৩/৪ শত বাড়িঘর এখনো পানিতে হাবু-ডুবু খাচ্ছে। চুলাই আগুন জ্বালাতে না পারায় অনেকে অর্ধাহারে-অনাহারে দিন পার করছে বলে জানান স্থানীয় এমইউপি মনজুর আলম।

অপরদিকে উপকূলীয় ইউনিয়ন পোকখালীর দক্ষিণ নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢলের পানিতে বিষিয়ে উঠছে প্রায় দুইশতাধিক পরিবার। তারা এখনো পানিবন্দি বলে জানান ওই এলাকার ব্যবসায়ী মোস্তফা কামাল।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া, ভোমরিয়া ঘোনা, দরগাহ পাড়া এলাকার লোকজন বৃষ্টি আর ঢলের পানির কারণে নিদারুন কষ্ট পাচ্ছে। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অসহায় ও পানিবন্দি লোকজনের মাঝে শুকনো খাবার ও প্রদান করেন। এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যহত রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/