সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শিশু হত্যা : মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ : ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ

ঈদগাঁওতে শিশু হত্যা : মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ : ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ

Michil - Sagor 11-4-16 news 1pic f1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক শিশু হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে করে ঘন্টাব্যাপী দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ এপ্রিল সকাল ১১টায় ছৈয়দ আলমের শিশু কন্যা রাজিয়া (৭)কে মাথা নিচু করে একই এলাকার আরিফ নামের এক যুবক শূন্যে তুলে মাটিতে ছুড়ে মারে। এতে করে ওই শিশুটি তাত্ক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে তারই আত্মীয়-স্বজনরা পার্শ্ববর্তী চিকিত্সা কেন্দ্রে নিলে সেখানে অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শিশুটি ইন্তেকাল করে (ইন্না ……রাজেউন)।

এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রী কলেজ গেইটের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে উভয়পার্শ্বের শত শত যানবাহন প্রায় ঘন্টা ব্যাপী আটকা পড়ে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক সেলিম উল্লাহ সিরাজী এমইউপিসহ গণ্যমান্য লোকজন ঘটনাস্থলে বিক্ষুব্ধ লোকজনকে শান্তনা দিয়ে মহাসড়ক থেকে তাদের নিবৃত্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। তবে অপরাধী যতই শক্তিশালী হউক না কেন, শিশু হত্যাকারীকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় এলাকাবাসী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/