সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শুক্রবারের স্কুল “ঊষা আর্টস ইনস্টিটিউট” ব্যতিক্রমী আয়োজন

ঈদগাঁওতে শুক্রবারের স্কুল “ঊষা আর্টস ইনস্টিটিউট” ব্যতিক্রমী আয়োজন

এম আবুহেনা সাগর; দগাঁও :

একঝাঁক ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পথচলা ঈদগাঁওর ঊষা আর্ট ইনস্টিটিউটের। সাপ্তাহিক বন্ধের দিনেই মুলত ঊষা আর্টসের প্রশিক্ষন হয়। প্রথমবারের মত ব্যতিক্রমী আয়োজনে চমক সৃষ্টি করেছে অভিভাবকসহ শিক্ষার্থীদের মাঝে। অভিভাবক মহলের উপস্থিতিতে পাঠদান কার্যক্রমের মাধ্যমে ঊষা কর্তৃক এ ইনস্টিটিউটের যাত্রা ঘটেছে।

১৪ ফেব্রুয়ারী সকাল ৯টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে ঊষার প্রধান নির্বাহী কাফি আনোয়ারের সভাপতিত্বে পাঠদান কার্য ক্রম শুরু হয়।

উপস্থিত ছিলেন, উষা আর্টস ইনস্টিটিউটের পরিচালক মাস্টার হারুনুর রশীদ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, চারু
কলা শিক্ষক নোলক বাচ্চু, ঊষার সহকারী পরিচালক আজাদ মনছুর। প্রশিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল করিম।

উল্লেখ্য যে, শিল্প-সংস্কৃতি, চারুকলা,সঙ্গীত, আবৃত্তি, নাট্যকলা ইত্যাদি শিল্পচর্চার মাধ্যমে শিশুর সুপ্তসত্ত্বার জাগরণ ঘটিয়ে শিশুর মান বিকতা, সৃজনশীলতা, মননশীলতা বিকাশের লক্ষে সহজাত সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক-সম্প্রীতিবৃদ্ধি, শিক্ষার গুণগত মানোন্নয়ন, পর্যটন শিল্প বিকাশ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও আর্থ সামাজিক টেকসই উন্নয়নে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনায় স্ব প্রণোদিত সংগঠন ঊষা।

এতে সঙ্গীত শিক্ষা, শুদ্ধ বর্ণমালা উচ্চারণ ও আবৃত্তি, চিত্রকলা কোর্সে উর্পযুক্ত বয়সশ্রেণীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত শিশু-কিশোরেরা এই প্রশিক্ষণ গ্রহণ করছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/