সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওর সাত শিক্ষা প্রতিষ্টানে (এ+) প্রাপ্ত ৩৯ জন : মোট পরীক্ষার্থী ১হাজার ৪০জন

ঈদগাঁওর সাত শিক্ষা প্রতিষ্টানে (এ+) প্রাপ্ত ৩৯ জন : মোট পরীক্ষার্থী ১হাজার ৪০জন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতেও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ঈদগাঁওর একটি মাদ্রাসাসহ সাতটি মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল ১ হাজার ৪০ জন শিক্ষার্থী। তৎমধ্য (এ+) প্রাপ্ত হন ৩৯ জন।

এদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৭৭জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ১৫৩ জন। এ+ প্রাপ্ত একজন। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ২৮৭ জন। এ+ প্রাপ্ত ১৯জন। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২১জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ১০৯জন। এ+প্রাপ্ত ২জন।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ১১১জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ৯৮জন। এ+ প্রাপ্ত ১২জন। পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৯২জন পরীক্ষার্থীর মধ্য ৭৭জন পাশ করেছে। চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫৮জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ৫৫জন। এ বিদ্যালয়টি শতভাগ পাশের হার নিশ্চিত করে সফলতা কুড়িয়ে নিয়েছে।

ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্য ১৩১জন পাশ করেছে। তবে এ+ প্রাপ্ত হন ৫জন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/