সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা সড়কটির মরণ দশা : সংস্কারের উদ্যোগ নেই

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা সড়কটির মরণ দশা : সংস্কারের উদ্যোগ নেই

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা সড়কটি বর্তমানে মরণ দশায় পরিণত হয়ে পড়েছে দীর্ঘকাল ধরে। সংস্কারের কোন প্রকার উদ্যোগই দেখা যাচ্ছেনা। দ্রুত সংস্কারের দাবী সচেতন এলাকাবাসীসহ শিক্ষার্থীরা। এমনকি জনগুরুত্বপূর্ণ সড়ক দুটি দিয়ে চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে সাধারণ লোকজন। যাতে করে, জন ও যানবাহন চলাচলে বিপাকে পড়ার পাশাপাশি জনদূর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘমাস ধরে ঈদগাঁও বাজারের দক্ষিন পার্শ্বস্থ ডিসি সড়কের দুপাশের গাইট ওয়াল করার পর থেকে এখনো পর্যন্ত সড়কটি পূর্ণভাবে সংস্কার করা হয়নি। যার কারনে, সড়কের দুই পাশের ব্যবসায়ীরা বহুকাল ধরে তাদের ব্যবসা বাণিজ্যিক নিয়ে মাথায় হাত দিয়েছে। অযোগ্য রাস্তার কারণে প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোকজন বাজারমুখী হচ্ছেনা।

এ সড়ক পেরিয়ে চৌফলদন্ডী, জালালাবাদ, পোকখালী এবং ঈদগাঁও ইউনিয়নের একাংশের প্রায় ২৫/৩০ হাজার লোকজন দৈনিক আসা যাওয়া করে থাকে বাজারে প্রয়োজনীর কাজে-কর্মে।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময়ের পরেও সড়কটি সংস্কার না হওয়ায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে দারুণ ভাবে বিপাকে পড়েছে। আবার অল্প বৃষ্টিতেই জন ও যানবাহন চলাচলে কষ্টকর হয়ে পড়ে। সংস্কার কাজ মাঝপথে থেমে থাকায় পথচারীসহ সাধারণ লোকজনের মাঝে চাপাক্ষোভ বেড়েই চলছে। পাশাপাশি যোগাযোগের আরেক বিকল্প সড়ক হিসেবে বর্তমানে ব্যবহৃত ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিও মরন দশার কবলে পড়েছে। সড়ক জুড়েই ডজনাধিকেরও বেশি বড় বড় গর্তে সয়লাব হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে যত্রতত্র স্থানে গর্তে পানি জমে চলাফেরা অযোগ্য হয়ে পড়েছে। সে সাথে কদর্মাক্ত যেন চলাফেরায় কাল হয়ে পড়েছে। বেকায়দায় পড়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে চোখে পড়ে।

বর্তমানে মাদ্রাসা সড়ক দিয়ে জন ও যান চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছে। উক্ত সড়কটিতে গর্ত সৃষ্টির কারণে চলাফেরার অযোগ্য বললেই চলে।

এদিকে মাদ্রাসা গেইট সংলগ্ন দুপাশে গর্তের সৃষ্টি হলেই, সামান্য পরিমাণ বৃষ্টির পানি জমে জন ও যান চলাচল অনেকটা কষ্টকর হয়ে পড়ে। সন্ধ্যাকালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে ছোট পরিবহন উল্টে অপ্রীতিকর দুর্ঘটনার আশংকাও প্রকাশ করেন চালকরা।

তবে ঈদগাঁও এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত বলে জানান পবিস ঈদগাঁও অফিসের এজিএম প্রকৌশলী শ্যামল কুমার মল্লিক।

অন্যদিকে বহু পথচারীরা জানান, বর্তমানে ব্যস্তবহুল সড়ক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মাদ্রাসা সড়কটি। সড়ক জুড়েই প্রায় অংশে ঝুকিঁপূর্ণ গর্ত। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/