সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ঈদগড় সড়কে যান চলাচল চরম ঝুকিঁতে : আতংকে যাত্রীরা

ঈদগাঁও-ঈদগড় সড়কে যান চলাচল চরম ঝুকিঁতে : আতংকে যাত্রীরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁও-ঈদগড় সড়কের যোগাযোগ ব্যবস্থা চরম ঝুকিঁপূর্ণ আর মরণ দশায় পরিণত হয়ে পড়েছে। সড়ক জুড়েই যত্রতত্র স্থানে খানা খন্দকে ছেয়ে গেছে। যেন সড়কটি অভিভাবক হীন অবস্থায় পতিত রয়েছে বহুকাল ধরে। পাশাপাশি ঈদগাঁও-ঈদগড়-বাইশারীমুখী যানবাহন সন্ধ্যার পর থেকে যাত্রী নিয়ে আসা যাওয়ায় চরম আতংকে থাকেন।

দেখা যায়, এ পাহাড়ী সড়কের ইসলামাবাদ গজালিয়া ঢালার মুখ পয়েন্টে ঈদগাঁও নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। সামান্য পরিমাণ রাস্তা বিলীন থেকে রক্ষা পেয়েছে। সেটি দিয়ে কোন রকম আড়া আড়ি করে দু-মুখী হরেক রকমের যানবাহন চলাচল করছে। যেকোন মুহুর্তে ঐ বাকী রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শংকা প্রকাশ করেন যানবাহনের যাত্রী ও স্থানীয় লোকজন। এতে করে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশংকা করেন তারা।

ঈদগড় থেকে ঈদগাঁওমুখী বেশকজন যাত্রী হতাশ কন্ঠে জানান, সড়কের এ পয়েন্টটি দ্রুত সময়ে সংস্কার করে বিপদ থেকে রক্ষা করার আহবান জানান উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/