সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার টিমের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার টিমের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার টিম। ১৬মে পরিচালিত অভিযানে ৫ দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- মেসার্স সৈয়দ স্টোর ৪ হাজার, শহিদ স্টোর ৩ হাজার, মেসার্স হোসেন ট্রেডার্স ৩ হাজার, জাফর স্টোর ৩ হাজার, ভাই ভাই মুরগী বিতান ২ হাজার।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এই দণ্ড প্রদান করেছেন।

তিনি জানান, বাজার তদারকিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়। বাজারে কোন পণ্যের সংকট নেই এবং কাঁচা সবজির দাম কিছুটা কমেছে। এছাড়া অন্যান্য দ্রব্যের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে।

ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।

এসময় ঈদগাঁও জালালাবাদের সুপারির গলিতে হলুদ মরিচের গুড়ার একটি মেশিনের মালিককে সতর্ক করা হয়। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেশিন চালু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার জিল্লুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১৪ এর সদস্যরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/